১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

নৌবাহিনীর জাহাজ সবার জন্য আজ উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক:

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সারাদেশের নৌ ঘাঁটিগুলোতে জাহাজ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

যেসকল অঞ্চলের জাহাজসমূহ পরিদর্শন করা যাবে, সেগুলো হলো- ঢাকা সদর ঘাঁট, নারায়ণগঞ্জ নৌ ইউনিট পাগলা জেটি, চট্টগ্রাম নেভাল জেটি, খুলনা লেভাল বার্থ/রকেট ঘাট, মংলা দিগরাজ নেভাল বার্থ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাট ও চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ২:০৮ অপরাহ্ণ