স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে অ্যাশেজের প্রথম টেস্ট। কিন্তু তার আগেই দুঃসংবাদ এলো অস্ট্রেলিয়া শিবিরে। ঘাড়ের চোটে পড়েছেন দলটির সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আজ মঙ্গলবার প্র্যাকটিসের পর থেকেই ঘাড়ের তীব্র ব্যথায় ভুগছেন তিনি। গাব্বায় প্র্যাকটিস সেশনে উচুতে উঠা একটি ক্যাচ তালুবন্দি করতে গিয়ে চোটে পড়েন ৩১ বছর বয়সী এই অজি ওপেনার। তিনি বলেন, ‘আমি উচুতে উঠা একটি ক্যাচ নিই এবং সাথে সাথে ঘাড়ে টান অনুভব করি। এর আগে আমি ঘাড়ে এতো শক্ত অনূভব করিনি। ’
তবে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময়ের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন বলে বিশ্বাস ওয়ার্নারের। তিনি বলেন, ‘আমি রাতে কিছু চিকিৎসা গ্রহণ করবো। কিছু হিট প্যাক নেব। আশা করি আগামীকাল ভালো অনূভব করবো।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

