১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

ভালুকায় অস্ত্রসহ সন্দেহভাজন জঙ্গি আটক

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় জিহাদি বই ও অস্ত্রসহ তারেক মোহাম্মদ নামে সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয় বলে দাবি করছে পুলিশ। সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার জামিরদিয়া নাসির গ্লাস ফ্যাক্টরি এলাকা থেকে তাকে আটক করা হয়।

তারেক কোতোয়ালি থানার ভরুরচর কুষ্টিয়াপাড়া এলাকার মাওলানা আফতাব উদ্দিনের ছেলে। ডিবি পুলিশ জানায়, আটক তারেকের সঙ্গে ময়মনসিংহ সদর উপজেলার কাশর গ্রামে বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি আলম প্রামাণিকের যোগাযোগ ছিল। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ডিবি পুলিশের উপ পরিদর্শক পরিমল চন্দ্র দাস। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দেশীয় অস্ত্র ও জিহাদি বইসহ তারেক মুহাম্মদকে আটক করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ১২:৩১ অপরাহ্ণ