১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

বেনাপোলে সীমান্তে নারীসহ আটক ১০

যশোর প্রতিবেদক:

যশোরে বেনাপোল সীমান্তে ১০ বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২১ নভেম্বর ) সকাল সাড়ে ৮টায় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।আটকদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাট, ভোলা ও পিরোজপুর জেলার বিভিন্ন থানা এলাকায়।

বেনাপোল দৌলতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেশকিছু নারী-পুরুষ বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রাম দিয়ে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।এমন সংবাদে বিজিবির একটি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ছয় জন পুরুষ, তিন জন নারী ও এক শিশুকে আটক করি।
আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ১২:৩১ অপরাহ্ণ