১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

আজ মুগাবের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ক্ষমতা ছাড়ার জন্য গতকাল সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তাঁর দল জানু-পিএফ। কিন্তু তা মানতে নারাজ মুগাবে এখনো ক্ষমতা আঁকড়ে বসে আছেন। এবার তাঁকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে দলটি।

এমআংগাওয়ানা বলেন, অভিসংশনের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বড়জোর দুই দিনের মত লাগতে পারে। অর্থাৎ বুধবারের মধ্যেই প্রেসিডেন্ট মুগাবের বিদায় নিশ্চিত করা যাবে বলেও তিনি উল্লেখ করেছেন।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, মুগাবের ভবিষ্যৎ নিয়ে তাদের একটা ‘রোডম্যাপ’ বা ‘পরিকল্পনা’ রয়েছে। বরখাস্ত হওয়া ভাইস-প্রেসিডেন্ট এমারসন এমনাঙ্গাগওয়া খুব দ্রুতই দেশে ফেরত আসবেন।

৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার জন্যে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তার স্ত্রী গ্রেস মুগাবে এবং এমনাঙ্গাগওয়া। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে নিজের স্ত্রীর পক্ষ সমর্থন করেন মুগাবে এবং এমনাঙ্গাগওয়াকে চাকরিচ্যুত করেন। আর এই ঘটনার পরই গত সপ্তাহে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

এরপর গৃহবন্দি প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার ওপর পদত্যাগের ব্যাপক চাপের মাঝেও, তিনি ক্ষমতা ছাড়ছেন না বলে জাতীর উদ্দেশে টেলিভিশনে দেয়া ভাষণে জানান।

এদিকে কাল বুধবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুগাবে। গত বুধবার সেনাবাহিনী ক্ষমতার ‘নিয়ন্ত্রণ’ নেওয়ার পর এটাই হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। মন্ত্রিসভার বৈঠক সাধারণত হয় শহরের কেন্দ্রস্থলের একটি ভবনে। তবে সেনাবাহিনী সাঁজোয়া যান নিয়ে সেখানে তাঁবু গাড়ায় এবার বৈঠক ডাকা হয়েছে প্রেসিডেন্টের সরকারি বাসভবন স্টেট হাউসে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ১০:৩৮ পূর্বাহ্ণ