১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫১

ফিনল্যান্ডে তারেক রহমানের জন্মদিন পালন

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেছে ফিনল্যান্ড বিএনপি। সোমবার সন্ধ্যায় এসপোর স্পাইস গার্ডেনের এই অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি ছিল তারেক রহমানের উপর আলোচনা সভাও।

জন্মদিনের এই অনুষ্ঠানে কেক কাটেন ফিনিস কোয়ালিশন পার্টির সাংসদ মি: সামি কাইনুলাইনেন।  এতে মহিলা সহ প্রচুর দেশী-বিদেশীদের সমাগম ঘটে।  বিদেশী অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কোয়ালিশন পার্টির নেতা মিসেস আন্নে কাইনুলাইনেন, এলিনা প্রদীপ সহ অনেকে।

ফিনল্যান্ড বিএনপির জেষ্ঠ নেতা জামান সরকারের সভাপতিত্বে ও দলের সক্রিয় নেতা মবিন মোহাম্মদের পরিচালনায় আলোচনা সভায় ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, জন্মদিনেই তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে সরকার রাষ্ট্রদ্রোহ অভিযুক্ত করে মহানগর জজ আদালতে বিচার শুরু করার আদেশ দিয়েছেন।  এর কারণ তারেক রহমানকে তারা ভয় পায়, তার জনপ্রিয়তা তাদেরকে প্রকম্পিত করে, তাদেরকে ভীতি করে, সন্ত্রস্ত করে।  যে কারণে তারা এই ধরনের প্রতিহিংসামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

শিগগিরই তারেক রহমানের নামে দায়ের করা মিথ্যা মামলা ও সাজার রায় প্রত্যাহার করতে সরকারের প্রতি দাবিও জানান তারা।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ১০:২২ পূর্বাহ্ণ