স্পোর্টস ডেস্ক:
অবশেষে পাকিস্তানের জুনায়েদ খান যোগ দিয়েছেন খুলনা টাইটানসের সঙ্গে। রবিবার রাতে ঢাকায় আসেন ২৪ বছর বয়সী এই পেসার। তার সঙ্গে এসেছেন আরেক পাকিস্তানি লেগ স্পিনার মোহাম্মদ ইরফান। পাকিস্তানের জাতীয় দলে খেলা না হলেও ঘরোয়া ক্রিকেটে খেলছেন এই লেগ স্পিনার। গত আসরে খুলনার তৃতীয় হওয়ার পেছনে পেসার জুনায়েদ খানের অবদান ছিল উল্লেখ করার মতো। গত আসরে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার ছিলেন তিনি।
অবশ্য এবার পাকিস্তানি লেগ স্পিনার ইরফানকে পেয়েও উচ্ছ্বসিত খুলনা টাইটানসের পরামর্শক হাবিবুল বাশার সুমন। তার প্রশংসা করে হাবিবুল বাশার বলেছেন, ‘শুনেছি ছেলেটা দারুণ বোলিং করে। আজকেই মাত্র অনুশীলন করলো। হয়তো তাকে আমরা সামনে ব্যবহার করবো।’
দলের সঙ্গে যোগ দিয়ে প্রথম দিনে কঠোর অনুশীলন করেছেন জুনায়েদ থান। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটানস মুখোমুখি হবে রাজশাহী কিংসের বিপক্ষে। এই ম্যাচে জুনায়েদের খেলার সম্ভাবনা ক্ষীণই বলা চলে! কেননা দেশি পেসাররা আক্রমণের দায়িত্ব পালন করছে। ব্র্যাথওয়েট ব্যাটিংটা ভালো করছেন বলে তার বাদ পড়ার সম্ভাবনা খুব কম। তবে স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে বসালে জুনায়েদের খেলার সুযোগ তৈরি হতে পারে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

