১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৩

হৃদরোগ প্রতিরোধ ও আয়ু বাড়াতে সাহায্য করে সঙ্গী কুকুর

আন্তর্জাতিক ডেস্ক:
সঙ্গী মানুষের জীবন বদলে দিতে পারে। শুধু তাই নয়, বিপদে আপদে তার থেকে বড় বন্ধুই বা কে আছে? সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, শুধু ভাল বন্ধুই নয়, প্রিয় কুকুর সঙ্গী বাড়িয়ে দেয় মানুষের আয়ু। কুকুরের সান্নিধ্যে দূরে থাকে হৃদরোগের মতো বহু জটিল রোগ।
‘সায়েন্টিফিক’ নামক জার্নালে প্রকাশিত ঐ গবেষণাপত্রে বলা হয়েছে, কুকুরকে সঙ্গী করলে কার্ডিওভ্যাসকুলার সমস্যা আমাদের শরীর থেকে একশ হাত দূরে থাকে। কুকুরের সান্নিধ্য বিশেষ করে উপকৃত করে অবিবাহিত ব্যক্তিদের। একাকিত্বে খুব ভালো সঙ্গী হয়ে উঠতে পারে এরা। হৃদরোগের ঝুঁকি কমিয়ে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে তারা।
সুইডেনের ৪০ থেকে ৮০ বছর বয়সী বেশ কিছু মানুষের উপর একটি সমীক্ষা করেন গবেষকরা। সমীক্ষায় উঠে এসেছে, যারা কুকুরকে সঙ্গী করেছিলেন তাদের তুলনায় যাদের সঙ্গে কুকুর ছিল না হৃদরোগে তাদের মৃত্যুর হার ৩৩ শতাংশ বেড়ে গিয়েছে। কুকুরের সঙ্গ থাকায় হৃদরোগের প্রভাব কমেছে ১১ শতাংশ। তবে, কুকুর ঠিক কীভাবে হৃদরোগ প্রতিরোধ করে তা পরিষ্কার করে বলা হয়নি রিপোর্টে। ন্যাচার ডটকম, জি নিউজ।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ৩:৪৯ অপরাহ্ণ