নিজস্ব প্রতিবেদক:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ২৪ জন করে শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. ফয়সল মাহমুদ রুমি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারের পরীক্ষায় ৬টি অনুষদের অধীনে ২২টি বিভাগের ১ হাজার ৩৭৫টি আসনের বিপরীতে ৩২ হাজার ২১৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। যা গত বছরের চেয়ে ৮ হাজার ২১৪ জন বেশি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিটের ৫৩০টি আসনের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ৩’শ আসনের পরীক্ষা একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরদিন সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অন্যান্য কেন্দ্রগুলো হলো নগরীর সরকারি বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি আলেকান্দা কলেজ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় ও বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ।
দৈনিকদেশজনতা/ আই সি