২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১০

টস জিতে ব্যাটিংয়ে সাকিবরা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরের নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হেরেছিল। কিন্তু এরপর থেকেই টানা জয়ের মধ্যে আছে ঢাকা ডায়ানামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি জায়গাও ধরে রেখেছে দলদুটি। তবে কুমিল্লার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে এককভাবে শীর্ষে আছে ঢাকা। ঢাকার জন্য ব্যবধান বাড়ানোর ম্যাচ। আর কুমিল্লার লক্ষ্য প্রথমবারের মতো এককভাবে শীর্ষে ওঠার চ্যালেঞ্জ। এমন উত্তেজনার ম্যাচে তামিম ইকবালের কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে ঢাকা তাদের একাদশে পরিবর্তন এনেছে ২টি। বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে দলটি। একাদশে নেই শহীদ আফ্রিদি। তার জায়গায় ঢুকেছেন স্বদেশী মোহাম্মদ আমির। এছাড়া সিলেট সিক্সার্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর একাদশ থেকে বাদ পড়েছিলেন গত বিপিএলের অন্যতম সেরা পারফরমার মেহেদী মারুফ। কুমিল্লার বিপক্ষে ফিরে এসেছেন তিনি। বাদ পড়েছেন গত ম্যাচে খেলা নাদিফ চৌধুরী। পরিবর্তন এনেছে কুমিল্লাও। একাদশে নেই এবারের আসরে দারুণ ঝলক দেখানো রশিদ খান। তার পরিবর্ততে প্রথমবারের মতো একাদশে এসেছেন ড্যারেন ব্রাভো।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ১:১১ অপরাহ্ণ