১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

এবার জরিমানা গুণলেন তামিম-লিটন

স্পোর্টস ডেস্ক:

বিপিএলে এবার জরিমানা গুণলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। ঘটনাটি ঘটে গত শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বিধি ভঙ্গ করেন কুমিল্লার এই দুই ক্রিকেটার। তারই জের ধরে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় তাদের। এছাড়া তিনটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তাদের নামের পাশে। এদিন ম্যাচ চলাকালিন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান রবি বোপারার বিপক্ষে একটি কট বিহাইন্ডের আবেদন করে কুমিল্লা। এ নিয়েই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তামিম-লিটন। আম্পায়ররা বিষয়টি নিয়ে অভিযোগ করেন। অবশ্য দুই ক্রিকেটার দোষ স্বীকার করে নিয়েছেন।

এর আগে, রাজশাহী কিংসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছিল নাসিরকে। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দেন নাসির, আর সিলেট সিক্সার্সের অন্য খেলোয়াড়রা দেন ম্যাচ ফির ১০ শতাংশ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ১২:২৫ অপরাহ্ণ