১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৬

রংপুরে ঠাকুরপাড়ায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতা এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়ায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার বেলা সোয়া ১১টার দিকে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে ঠাকুরপাড়ায় পৌঁছান। এখানে মির্জা ফখরুল দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের খোঁজখবর নেবেন এবং দলের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিবেন।

মির্জা ফখরুলের সঙ্গে আছেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ স্থানীয় নেতারা। এর আগে বিএনপি মহাসচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল নয়টার ফ্লাইটে সৈয়দপুরে বিমানবন্দরে যান। সেখান থেকে সড়ক পথে ঠাকুরপাড়ার উদ্দেশে রওনা হন তিনি।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুর সদরের ঠাকুরপাড়া এলাকায় হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটে। এতে নয়টি হিন্দু পরিবারের ১৮টি ঘর ভস্মীভূত হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাবিবুর রহমান নামে একজন নিহত হন। পুলিশসহ আহত হন আরও ৩০ জন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ১২:৩০ অপরাহ্ণ