১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৮

এটিপি ফাইনালসের শিরোপা দিমিত্রভের

স্পোর্টস ডেস্ক:

বেলজিয়াম তারকা ডেভিড গফিনকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতেছেন বুলগেরিয়ান তারকা গ্রিওগর দিমিত্রভ। লন্ডনের ও২ অ্যারিনায় তিন সেটের (৭-৫, ৪-৬ ও ৬-৩) হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন ছয় নম্বর এই তারকা।

এদিন, সাত নম্বর তারকা গভিনের সঙ্গে প্রথম সেটেই পিছিয়ে পড়েন দিমিত্রভ। তবে ৫৯ মিনিটের লড়াইয়ে ৭-৫ গেমে প্রথম সেট জিতে নেন তিনি। পরে সেটে আবারও ৬-৪ গেমে জিতে ম্যাচে ফেরেন বেলজিয়াম তারকা গফিন। কিন্তু শেষ সেটে ৬-৩ গেমে গফিনকে উড়িয়ে দিয়ে শেষ হাসি হাসেন দিমিত্রভ।

এর আগে সেমিফাইনালে কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন গফিন। আর অন্য সেমিতে জ্যাক সককে হারান দিমিত্রভ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ১০:৩৮ পূর্বাহ্ণ