১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

মায়াকাটারা মার্কেটের অবৈধ সাইনবোর্ড অপসারণে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সদরঘাট এলাকায় মায়াকাটারা মার্কেটে অবৈধ দখলদারদের লাগানো সাইনবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল ও বিচারপতি মোহাম্মদউল্লাহর হাইকোর্ট বেঞ্চ রোববার রুল জারিসহ এ আদেশ দেন।

পাশপাশি মায়াকাটারা মার্কেটে লাগানো অবৈধ সাইনবোর্ড আগামী ১২ ডিসেম্বরের মধ্যে অপসারণ করে বাস্তবায়ন প্রতিবেদন আদালতে দাখিল করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) ও সহকারী কমিশনার (রাজস্ব)-কে নির্দেশ দেন হাইকোর্ট।

রুলে মায়াকাটারা মার্কেট ব্যবসায়ীদের রক্ষায় কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এছাড়া মায়াকাটারা মার্কেটের সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না— রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার, সহকারী কমিশনার (রাজস্ব) ও কোতোয়ালী থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘সরকারি মার্কেট দখলে বেসরকারি সাইনবোর্ড’ শিরোনামে গত ৭ নভেম্বর সমকালে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন যুক্ত করে আব্দুল আজিজ নামে এক সাংবাদিক হাইকোর্টে রিটটি করেন।

রোববার আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অমিত দাস গুপ্ত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ৭:৫৬ অপরাহ্ণ