১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

দেশে ফেরা হলো না প্রবাসী জয়নালের

দৈনিক দেশজনতা ডেস্ক:

সৌদি আরবে থেকে বাংলাদেশে ফেরার সময় আকাশে উড্ডয়নকালে বিমানে অসুস্থ হয়ে পড়েন এক বাংলাদেশি। জানা গেছে, ওই বাংলাদেশির নাম জয়নাল আবেদিন (৬২)। তিনি চট্টগ্রাম মিরসরাইয়ের মাঘাদিয়া গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে।

সৌদি আরবের রাজধানী রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের কিছু সময় পরে হৃদরোগে আক্রান্ত হন জয়নুল আবেদিন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এয়ারলাইন্সটি ওমানে জরুরি অবতরণ করে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ৭:০৯ অপরাহ্ণ