বিনোদন ডেস্ক:
প্রখ্যাত সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। ১৭ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হলে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দ্রুত নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনিই অকার্যকর। বহুমূত্র রোগেও ভুগছেন। তার শারীরিক অবস্থা প্রসঙ্গে বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী বলেন, ‘বছর দুয়েক ধরে বাবা কিডনির সমস্যায় ভুগছেন। গত বছর থেকে সপ্তাহে তিন দিন কিডনির ডায়ালাইসিস করছেন তিনি। এ মুহূর্তে তার অবস্থা বেশ আশঙ্কাজনক।’ তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়েছিলেন বারী সিদ্দিকী। সেখান থেকে রাত ১০টার দিকে বাসায় ফেরেন। তখনও কোনো অসুস্থতা দেখা যায়নি তার মধ্যে। গভীর রাতে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয়। মুহূর্তেই অচেতন হয়ে পড়েন।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রখ্যাত এ শিল্পীর শারীরিক অবস্থাক্রমেই অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে নিশ্চয়তা দিয়ে কিছু বলতে পারছেন না।
দৈনিকদেশজনতা/ আই সি