বিনোদন ডেস্ক:
মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল। রোববার সকাল আটটা নাগাদ কলকাতায় নিজের বাড়িতে লিভার ফেটে তার মৃত্যু হয়েছে। সকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়ায় তাকে ভারতের টাটা মেডিকেল সেন্টার অ্যান্ড ক্যানসার হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিনেত্রীর মেয়ে ফোন করে মায়ের মৃত্যু সংবাদ টালিগঞ্জ পাড়ায় জানিয়েছেন।
বেশ কিছুদিন ধরেই লিভারের ক্যানসারে ভুগছিলেন রীতা। তার চিকিত্সাও চলছিল। সাতদিন আগে তিনি শেষ শুটিং করেন। তারপরই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে বাড়িতেও চলে আসেন। রোববার শারীরিক অবস্থার ফের অবনতি হয় তার। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দৃঢ় চরিত্রের রীতা তার শারীরিক কষ্ট সামলেও অভিনয় করেছেন বলে জানিয়েছেন তার সহ অভিনেতা-অভিনেত্রীরা। টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। বহু চলচ্চিত্রও তার অভিনয়ে সমৃদ্ধ হয়েছে। রীতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।
দৈনিকদেশজনতা/ আই সি