১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

সাবেক স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গৃহবধূকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ ও চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।শনিবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে সাবেক স্বামী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলার পরই আসামি তোরাবগঞ্জ ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।

কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সাবেক স্ত্রীকে অপহরণের পর দুই বন্ধুকে নিয়ে ধর্ষণ ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় মামলার পরই মধ্যরাতে আসামি বাবলুকে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি আবুল কালাম ও অজ্ঞাত অন্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। নির্যাতিতা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, কয়েক মাস আগে পারিবারিক কলহের জের ধরে তোরাবগঞ্জের আনোয়ার আলীর ছেলে আবুল কালামের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় লক্ষ্মীপুর আসার পথে আবুল কালাম সঙ্গীদের নিয়ে ওই নারীকে অপহরণের পর চোখ বেঁধে নিয়ে যায়। নির্যাতিতার ভাষ্যে, কালামের দুই বন্ধু তাকে মারধর করে ও চুল কেটে দেয়। পরে কালাম ও তার বন্ধু স্থানীয় সিরাজের ছেলে বাবলুসহ তিনজন মিলে রাতভর ধর্ষণ করে। শনিবার সকালে ছেড়ে দিলে মায়ের সহযোগিতায় তিনি সদর হাসপাতালে ভর্তি হন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার কমলাশীষ রায় জানান, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের ঘটনায় ডাক্তারি পরীক্ষা করা হবে। ভিকটিম কমলনগর উপজেলার এক দরিদ্র কৃষকের মেয়ে ও দুই সন্তানের জননী।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ১২:৫৮ অপরাহ্ণ