১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২
JOHANNESBURG, SOUTH AFRICA - DECEMBER 12: Shane Dadswell of Gauteng about to loose his wicket during day 2 of the CSA Boys Under 17 Week at Parktown Boys High between Gauteng and KZN on December 12, 2014 in Johannesburg, South Africa. (Photo by Duif du Toit/Gallo Images)

ওয়ানডে ম্যাচে একজনেরই ১৫১ বলে ৪৯০ রান!

স্পোর্টস ডেস্ক:

বিশ্বাস করুন বা না করুন ঘটনা সত্য! বিস্ময়কর। এক ২০ বছরের ছোকরা কিনা দক্ষিণ আফ্রিকার ফার্স্ট ক্লাস ৫০ ওভারের ম্যাচে ঘটিয়ে দিয়েছেন এই ঘটনা! এ এক অন্যরকম রেকর্ড। শনিবার ছিল তার জন্মদিন। আর নিজেকে এমন অভূতপূর্ব উপহার দিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান শেন ড্যাডসওয়েল। ১৫১ বলে ৪৯০ রান করেছেন। মেরেছেন চোখ কপালে ওঠার মতো ৫৭টি ছক্কা ও ২৭টি চার! আর তার দল একজনেরই এই প্রায় ৫০০ এর কাছাকাছি স্কোরে ম্যাচটা জিতেছে ৩৮৭ রানে!

শেনের এই অকল্পনীয় ব্যাটিং কীর্তিতে লিস্ট ‘এ’ ক্রিকেট পেয়েছে নতুন বিশ্ব রেকর্ড। ২০০৭ সালে সারে লন্ডনে গ্লস্টারশায়ারের বিপক্ষে ৫০ ওভারে করেছিল ৪ উইকেটে ৪৯৬ রান। সারের আলি ব্রাউন ফার্স্ট ক্লাস ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ডটা ধরে রেখেছিলেন ওই ম্যাচে ২৬৮ রান করে। শেন কি করলেন? আলির চেয়ে প্রায় দ্বিগুণ রানই করে ফেললেন। আর আন্তর্জাতিক ওয়ানডেতে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ভারতের রোহিত শর্মার। সেটি ২৬৪ রানের। করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে।
ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রথম সাড়ে চারশো ছাড়ানো স্কোর করেন স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৩০ সালে তিনি খেলেছিলেন ৪৫২ রানের ইনিংস। পাকিস্তানের হানিফ মোহাম্মদের ছিল ৪৯৯ রানের ইনিংস। তবে সব ছাড়িয়ে যান আরেক কিংবদন্তী ব্রায়ান লারা। ১৯৯৪ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেট দল ওয়ারউইকশায়ারের হয়ে এজবাস্টনে ডারহামের বিপক্ষে ৫০১ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁহাতি ওয়েস্ট ইন্ডিয়ান। এমনকি টেস্ট ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি তার। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ৪০০ রানের স্কোরটি টেস্টে কোন ব্যাটসম্যানের একমাত্র চারশো ছাড়ানো স্কোরও বটে।

শেন এনডাব্লিউ পুকের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। খেলছিলেন পচ ড্রপের বিপক্ষে। ৯৭ রানের সময় একটা জীবন পেলেন। শুরু থেকেই মারছিলেন। তারপর আর থামা থামি নেই। শেনের তাণ্ডবে তার দল ৫০ ওভারে তুলে ফেলে হিমালয়ের সমান সংগ্রহ। ৩ উইকেটে ৬৭৭। এর মধ্যে আবার শেনের টিমমেট রুয়ান হ্যাসব্রোকও পিটিয়ে ছাতু করেছেন প্রতিপক্ষ বোলারদের। ৫৪ বলে অপরাজিত ১০৪ এসেছে তার ব্যাট থেকে ৬টি ছক্কা ও ১২টি চারের মারে। এটা স্থানীয় প্রিমিয়ার লিগের ম্যাচ।

মূলত শেনের তাণ্ডবেই প্রতিপক্ষ বোলারদের চারজনকে ১০০ এর বেশি রান দিতে হয়েছে। দুজন রান দিয়েছেন ৯০ এর ঘরে। এরপর বল হাতেও কম জাননি শেন। সাত ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। একটি ওভার ছিল মেইডেন। প্রতিপক্ষ পচ ড্রপ জবাবে ৯ উইকেটে করেছিল ২৯০ রান। ৫০ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ওই রানটা জেতার মতোই। কিন্তু যখন শেনের মতো কেউ একাই ৪৯০ করে ফেলেন তখন প্রতিপক্ষের আর কিইবা করার থাকে!

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ