১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

বিশ্বসুন্দরী হলেন ভারতের মানসী চিল্লার

বিনোদন ডেস্ক::

বিশ্বসুন্দরী হলেন ভারতের মানসী চিল্লার। বিশ্বের ১০৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ খেতাব জিতেছেন ২০ বছর বয়সী ওই তরুণী। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে চীনের সানাইয়া সিটি এরেনায় তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। এটি প্রতিযোগীতাটির ৬৭তম আসর। ভারতের হরিয়ানা রাজ্যে জন্মগ্রহণ করা মানসী চিল্লার একজন মেডিকেলের ছাত্রী।

১৯৬৬ সালে মেডিকেল শেষ বর্ষের ছাত্রী রিতা ফারিয়া ছিলেন প্রথম কোনো এশিয়ান নারী যিনি সুন্দরী প্রতিযোগীতার মুকুট জিতেছিলেন। এছাড়া ভারতের ঐশ্বরিয়া রায়, প্রিয়াংকা চোপড়াও এ খেতাব জিতেছিলেন।

‘মিস ওয়ার্ল্ড’ মানসী চিল্লার শৈশবের স্বপ্ন জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘একদম বাচ্চাকাল থেকে আমি চাইতাম এ প্রতিযোগিতায় অংশ নিতে, কিন্তু আমি জানতাম না কিভাবে এতদূর আসা সম্ভব। বিশ্বসুন্দরী মুকুট জেতার স্বপ্নটা একটা সময়ে আমার নিজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা আমার পরিবার, বন্ধু-বান্ধব সবার স্বপ্নে পরিণত হয়। আমি কখনই এখনকার সময়গুলো ভুলতে পারবো না। কাঙ্খিত ফলাফল পেয়ে গেছি, এখন সময় লক্ষে পৌঁছানোর।’

মানসী চিল্লার স্বপ্ন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে তিনি নারীদের ‘ঋতুস্রাব সচেতনা’ নিয়ে কাজ করবেন। তার ভাষায়, ‘আমার লক্ষ প্রথম অবস্থায় ৫ হাজার নারীকে এখানকে ঋতুস্রাবজনিত রোগের সেবা দেওয়া। কারণ ভারতে বহু নারী এ কারণে নানা রোগে আক্রান্ত হন। কিন্তু ডাক্তারের কাছে যান না বা সঠিক চিকিৎসা পান না, যার কারণে তাদের মৃত্যু পর্যন্ত হয়।’

‘মিস ওয়ার্ল্ড ২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠান হয় ৩১ অক্টোবর চীনের শিমেলং ওশান কিংডমে। অনুষ্ঠানে অংশ নেন ৫০০ জন শিল্পী। এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সবাইকে ‘টপ মডেল’, ‘ট্যালেন্ট’, ‘মাল্টিমিডিয়া’, ‘স্পোর্টস’, ‘বিউটি উইথ আপারপাস’ এবং ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগে লড়তে হইয়েছে। ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগটি এবারই যুক্ত করা হয়েছে এ প্রতিযোগিতায়।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইন্টার অ্যাক্টিভিটির ওপর জোর দেওয়া হবে এখানে। নতুন এই বিভাগে অংশ নেন শীর্ষ ৪০ জন প্রতিযোগী। এখান থেকে সেরা ২০ জন নির্বাচিত হবেন। বাংলাদেশ থেকে প্রথম বারের মত এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ৪০ এ উঠে আসেন জেসিয়া ইসলাম। এরপর তিনি সেখান থেকে বাদ পড়েন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ১২:২২ অপরাহ্ণ