৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৫৯

রংপুর সফর স্থগিত করেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রবিবার (১৯ নভেম্বর) রংপুর যাওয়ার কথা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে স্থানীয় প্রশাসন থেকে সহায়তার কোনও আশ্বাস না পাওয়ায় এ সফর স্থগিত করেছেন তিনি। রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বিকালে বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয় হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রবিবার সকালে ঢাকা থেকে রওয়ানা হবেন মির্জা ফখরুল। কিন্তু পরবর্তীতে সেটি সফর স্থগিত করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ