নিজস্ব প্রতিবেদক :
শেষ সপ্তাহে পুঁজিবাজারের তালিকাভুক্ত নয় কোম্পানি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- রহিমা ফুড করপোরেশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফার্মা এইড, ইস্টার্ন লুব্রিমক্যান্টস, যমুনা অয়েল, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এলআর গ্লোবাল ফান্ডের ইউনিট, গোল্ডেন সন ও বিডি সার্ভিসেস লিমিটেড।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো ডিভিডেন্ড দেবে না কোম্পনিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকাসন হয়েছে ০.১৮ টাকা। ৩০ জুন এর এনএভিপিএস দাঁড়ায় ২.৮২ টাকা।
২৭ ডিসেম্বর সকাল পৌনে ১১টায় এজিএম আয়োজন করবে কোম্পানিটি। এজিএমের স্থান পরে জানিয়ে দেয়া হবে। রেকর্ড ডেট ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড :
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ এবং ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২.১৪ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪.২৪ টাকা।
শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
ফার্মা এইড:
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯.৪৮ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৯.৫৩ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
ইস্টার্ন লুব্রিমক্যান্টস :
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০.৬৩ টাকা। ৩০ জুন এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪৩.০৭ টাকা।
ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২০১৮ সারের ২৭ জানুয়ারি বেলা ১১টায় চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল সৈকতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি। রেকর্ড ডেট ৪ ডিসেম্বর।
যমুনা অয়েল :
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০.৩১ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৭.৭৪ টাকা।
৩০ জুন কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১৬৬.৯৮ টাকা। ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত চিটাগং বোট ক্লাবে এজিএম আয়োজন করবে কোম্পানিটি। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।
ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান :
সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফান্ডটির ট্রাস্টি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১.০৩ টাকা। এ সময় পর্যন্ত কোম্পানিটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১২.৪৬ টাকা।
এলআর গ্লোবাল ফান্ডের ইউনিট :
সমাপ্ত হিসাব বছরে ৭.৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফান্ডটির ট্রাস্টি। সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.৭৮ টাকা আর ইউনিটপ্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১.৬৯ টাকা।
এদিকে, বাজার মূল্যে ফান্ডটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১.৬৯ টাকা আর ক্রয় মূল্যে এনএভি হয়েছে ১০.৮২ টাকা।
গোল্ডেন সন :
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো ডিভিডেন্ড দেবে না কোম্পনিটি। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.২৭ টাকা। ৩০ জুন ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.০৯ টাকা।
বিডি সার্ভিসেস :
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো ডিভিডেন্ড দেবে না কোম্পনিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫.০৪ টাকা। ৩০ জুন ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬.০৯ টাকা।
দৈনিক দেশজনতা/এন এইচ