৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৭

বাঞ্ছারামপুরে ব্যাবসায়ী এসোসিয়েশন এর আলোচনা সভা অনুষ্ঠিত

 

আশিকুর রহমান (ব্রাক্ষনবাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ব্যাবসায়ী এসোসিয়েশন এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০ ঘটিকা সময়ে উপজেলার রুপুসি বাংলা হোটেলে।এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশন এর আহ্ববায়ক, লায়ন মো.শামিম শিবলী,( ডিলার) বিএসআরএম (রড)। সার্বিক সঞ্চালনায় এসোসিয়েশন এর সদস্য সচিব মো.জামাল হুসেন( ডিলার) এন কোর্স বাংলাদেশ লিঃ।বক্তৃতায় ছিলেন, মো. লিল মিয়া,মো.শাহআলম, মো.নাদিম মিয়া,মো.হেলাল মিয়া,মো.শামিম আহম্মেদ সহ সকলেই এসোসিয়েশন এর নিতিমালা ও মজবোত করে কাঠামো গঠন করার প্রতিশুতি দিয়ে থাকেন।সভায় উপস্থিতিতি ছিলেন সামসুল হক,টি এইচ অলি,সজিব মিয়া,আলী আহাম্মদ,নাসির উদ্দিন দুলাল মো.নুর মোহাম্মদ,মহরম আলী,তাজুল ইসলাম, কার্তিক চন্দ সরকার,আতিকুর রহমান,কামাল প্রমুখ।সকলে সতস্ফুর্ত ভাবে এসে যোগদান করেন সরা বাঞ্ছারামপুর এর ছোট,বড় ব্যাবসায়ী মহল।সকলে মিলে মিসে গরিব দূখির পাশে দারানো সহ তাদের সুখে- দুখে থাকবেন বলে একত্বতা পোশন করেন।

 

 

 

 

 

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ৮:০৯ অপরাহ্ণ