১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

ভোলায় পরিবার পরিকল্পনার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি :

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ-কর্মচারী সমিতি ভোলা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্ববর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা পরিষদ মিলনায়তনের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মজিবুর রহমান টিটু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ-কর্মচারী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ। গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, প্রিয় গ্রুপের এমডি ও তরুণ শিল্প উদ্যোক্তা মঈনুল হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় উপ-পরিচালক মাহমুদুল হক, দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ, চরফ্যাশন উপজেলা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, এমওএমসি.এইচএফসি’র মোঃ মাসুম মোয়াজ্জেম হোসেন, মাহমুদা আকতারসহ অন্যন্যরা প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ ফিরোজ আহমেদ।
এসময় বক্তরা বলেন, আওয়ামীলীগ সরকারের আমলেই বাংলাদেশ পরিবার পরিকল্পনা রাজস্ব বোর্ডে স্থান পেয়েছে। এ সময় বক্তারা তাদের নিয়োগ বিধি পরিবর্তন করার জন্য সরকারের কাছে দাবী জানান।
তারা আরো বলেন, পরিবার পরিকল্পনা অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে বসবাসকারীদের বাড়িতে গিয়ে সেবা দিচ্ছে। পরিবার পরিকল্পনা থাকার কারণে দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছেনা। “দু’টি সন্তানেই যথেষ্ট, একটি হলে ভালো হয়” এ স্লোগানকে সামনে রেখেই পরিবার পরিকল্পনা কাজ করছে।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ-কর্মচারীদের পরামর্শ গ্রামগঞ্জের মানুষ গ্রহণ করছে এবং তা পালনও করছে। মাঠ-কর্মচারীদের এ ধরনের কঠোর পরিশ্রম করার কারণে দেশে আজ জনসংখ্যা তুলনামুলকভাবে কম। দেশে ১৬ কোটির উর্ধ্বে জনসংখ্যা রয়েছে। যদি পরিবার পরিকল্পনার মাঠ কর্মীরা মাঠে কাজ না করতো; তাহলে আজ দেশে জনসংখ্যা থাকতো ২০ কোটিরও উপরে।
প্রথম অধিবেশন শেষে বিকাল ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ-কর্মচারী সমিতি আগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। পরে মোঃ সমশের আলীকে সভাপতি, মোঃ রাছেলকে সাধারণ সম্পাদক এবং মোঃ সালাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ৫:৫৫ অপরাহ্ণ