২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

রাজনৈতিক কারণে মেজর জলিলকে কোন খেতাব দেয়া হয়নি : রব

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মুক্তিযুদ্ধের একমাত্র সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল বীর উত্তম খেতাব পাননি। অথচ তিনি ছিলেন স্বাধীনতার অতন্দ্র প্রহরী। পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। কার কাছে এর জবার চাইব। দেশ স্বাধীনের পরপরই পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রসস্ত্র ও সম্পত্তি লুট করা হচ্ছিল। এর বিরোধিতা করেছিলেন মেজর জলিল। আর এ লুটের প্রতিবাদ করায় তিনি বীর উত্তম খেতাব পাননি। তিনি ছাড়া অস্ত্র লুটের প্রতিবাদ আর কেউ করেননি। রাজনৈতিক কারণে তাকে (মেজর জলিল) বীর উত্তম খেতাব দেয়া হয়নি।

শনিবার বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে মতিঝিলস্থ একটি রেস্টুরেন্টে মুক্তিযুদ্ধেও ৯ম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের (অব.) ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আসম রব এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো: নিজামুল হক নাসিম। বক্তব্য রাখেন অধ্যাপক এম এ মজিদ মিয়া বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, মেজর জলিলের কন্যা ব্যারিস্টার সায়রা জলিল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ৫:৪৮ অপরাহ্ণ