১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:১৭

রাজবাড়ীতে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা তুলার সময় দুই ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার সকাল ১০টার দিকে জেলা শহরের মুরগীর ফার্ম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকার আ. জলিলের ছেলে মো. রনি ব্যাপারী (৩৮) ও একই উপজেলার ইবাদ আলী মিস্ত্রী পাড়ার মানু মোল্লার ছেলে সোহরাব মোল্লা (৪৮)।

রাজবাড়ীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলল্লাহ আল তায়েবীর জানান, সকালে মুরগীর ফার্ম এলাকায় বাস কাউন্টার থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা তুলছিলেন রনি ও সোহরাব। খবর পেয়ে সেখান থেকে তাদেরকে আটক করা হয়। এছাড়াও আটক দু’জনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ৪:৩৫ অপরাহ্ণ