১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

চট্টগ্রামে ইয়াবাসহ ভাই-বোন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে নগরীতে পৃথক অভিযানে ভাই-বোনসহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে আট হাজার চারশত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার রাতে নগরীর সিনেমো প্যালেস ও ইস্পাহানী মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজারের রাশেদা বেগম (৪০), তার ভাই এনামুল হক (১৮),বরিশালের আরিফুল ইসলাম ওরফে বাবু (২৪) ও বগুড়ার মেহেদী হাসান ওরফে ফিরোজ।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ৪:৩০ অপরাহ্ণ