১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ আকরামুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্রফোরাম কতৃক আয়োজিত অনুষ্ঠান থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রেসক্লাবে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্র ফোরামের একটি অনুষ্ঠান অংশগ্রহণ শেষে ফেরার পথে পল্টন মোড়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের পর মিন্টুকে প্রথমে পুরানা পল্টন পুলিশ বক্সে নেয়া হয়। পরে তাঁকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে আকরামুল হাসানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মত একটি গৌরব উজ্জ্বল ছাত্র সংগঠনের সাধারন সম্পাদককে গ্রেফতার করে প্রমাণ করে এদেশের ছাত্রসমাজের স্বাধীন ভাবে কথা বলা, ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ের কোন অধিকার নেই। সরকার এ দেশের ছাত্রসমাজের কন্ঠ রোধ করতে চায়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৭ ৬:৪০ অপরাহ্ণ