১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

৩ সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রলীগ নেতার মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইয়াবা চক্রের বিষয়ে সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ছাত্রলীগের দুই নেতা। বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে এ মামলা দায়ের করেন তারা।

রাবি ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল মিল্টন ও সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় মানহানির এ মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম, ক্যামেরা পারসন আবু সাঈদ এবং দৈনিক যুগান্তরের রাবি প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি (রাবিসাস) হাসান আদিব।

মামলার এজহারে উল্লেখ করা হয়, রাবি ও রুয়েটে ইয়াবা চক্রের বিষয়ে গত ৯ নভেম্বর এসএ টিভি এবং ১০ নভেম্বর দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়।এতে মুশফিক তাহমিদ তন্ময় ও রবিউল আউয়াল মিল্টনের নাম উল্লেখ করে তাদের মর্যাদাহানি করা হয়েছে। এতে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন।

এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম বলেন, ‘হয়রানির উদ্দেশ্যে তারা এ মামলা করেছে। তাদের আইনগত অধিকার রয়েছে মামলা করার। আমরাও তাই আইনিভাবেই মোকাবেলা করব।’

 

এদিকে সাংবাদিকের নামে হয়রানি ও উদ্দেশ্যমূলক মামলা করার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেস ক্লাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর রাবি ও রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ ৪৪জন ইয়াবা ব্যবসা চক্রে জড়িত বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদক অধিশাখা। যে প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর দফতর হয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে আসে। প্রতিবেদনের একটি কপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়। যে প্রতিবেদনে মামলার বাদী ওই দুই ছাত্রলীগ নেতাসহ রাবির ১১ ছাত্রলীগ নেতাকর্মীর নাম আসে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৭ ৬:১২ অপরাহ্ণ