২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

ইবির সমাবর্তনে নিবন্ধনের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই নিবন্ধন চলবে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ইবির রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ জানান, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনের রেজিস্ট্রেশন ২২ অক্টোবর শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা। কিন্তু বুধবার এক জরুরি সভায় রেজিস্ট্রেশনের সময় আগামী ২০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’

‘এ সময়ের মধ্যে অনলাইন, ঢাকাস্থ বিশ্ববিদ্যালয়ের রেস্ট হাউস, ক্যাম্পাসের একাডেমিক শাখা ও কম্পিউটার সেন্টারে রেজিস্ট্রেশন করা যাবে। সমাবর্তনে ১৯৯৬-৯৭ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক ও ১৯৯৭-৯৮ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।’

সমার্বতনে নিবন্ধনসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

চতুর্থ সমাবর্তনের অংশ নিতে এখন পর্যন্ত ৭৫৫০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সফল সমাবর্তন উদ্যাপন তার মান বৃদ্ধিতে সাহায্য করে। গ্রাজুয়েটদের নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি এবং স্টিয়ারিং কমিটির সুপারিশের আলোকে সময় বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পরে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৯৩ সালের ২৭ এপ্রিল। দ্বিতীয় সমাবর্তন ১৯৯৯ সালের ৫ জুন এবং তৃতীয় ও সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০০২ সালের ২৮ মার্চ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ