১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

এভাবে চললে শেখ হাসিনার সরকার আসবে না : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ ধরণের ঘটনা চলতে থাকলে আগামীতে সরকার ক্ষমতায় আসবে না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই নেতা। বৃহস্পতিবার আজিমপুরে পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের এক সভায় অংশ নেন তিনি।

এর আগে সভাকে বাধা দিতে এক পক্ষ ওই কমিউনিটি সেন্টারের সামনে ময়লার স্তুপ জমিয়ে রাখে। এছাড়া দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করে। পরে মুরাদের অনুসারীদের সাথে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের অনুসারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এসময় সাঈদ খোকনের অনুসারীরা কয়েকটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় ও ভাংচুর করে। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছড়িয়ে দেয়, ঘটনাস্থল থেকে আটক করে ১৩ জনকে।

অন্যদিকে আজিমপুর বাসস্ট্যান্ডে সামনে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সমর্থকরা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের বহিষ্কারের দাবিতে মিছিল করে।

এ প্রসঙ্গ টেনে খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যে বলেন শেখ হাসিনার সরকার, বারবার দরকার। কিন্তু কীভাবে দরকার? ঐক্য ছাড়া শেখ হাসিনার সরকার আসবে না। ঐক্যের কোনো বিকল্প নাই। আজ যে দ্বন্দ্ব চলছে, এভাবে চলতে থাকলে শেখ হাসিনার সরকার আসবে না।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ৫:৪৫ অপরাহ্ণ