১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৮

কাতালোনিয়ার মতো তাইওয়ানও ব্যর্থ হবে: চীন

আন্তর্জাতিক ডেস্ক:

স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনে কাতালোনিয়ার চেষ্টার ব্যর্থতা তাইওয়ান বিষয়েও একই বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা। গতকাল বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যই এখন সব দেশের সর্বোচ্চ অগ্রাধিকার।  দেশে দেশে স্বাধীনতা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ক্ষেত্রে চীন এতদিন ধরে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির কথা বলে আসলেও কাতালোনিয়ার বিষয়ে তার অবস্থান স্পষ্ট করে দিলো। বেইজিং বলছে, তারা স্পেনকে খণ্ডিত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে।
স্বাধীনতার প্রশ্নে আয়োজিত এক গণভোটের সূত্র ধরে গত মাসে কাতালোনিয়ার আঞ্চলিক সরকার স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দিলেও আন্তর্জাতিক সমর্থন না পাওয়ায় তা বাস্তবতার মুখ দেখেনি। ওই গণভোট এবং স্বাধীনতা ঘোষণার প্রত্যুত্তরে মাদ্রিদ কাতালোনিয়ার  স্বায়ত্তশাসন কেড়ে নেয় এবং আঞ্চলিক সরকারকে বরখাস্ত করে। কাতালোনিয়ার স্বাধীনতার বিষয়টি তাইওয়ানের মতো হওয়ায় বিষয়টি বেইজিংয়ের জন্যও ‘সংবেদনশীল’ বলে ওই বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। অন্যদিকে তাইওয়ানের ভেতরে বাড়ছে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার চাপ। গতকাল বুধবার চীনের তাইওয়ান বিষয়ক নীতি নির্ধারণী দপ্তরের মুখপাত্র মা জিয়াওগুয়াং কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা ব্যর্থ হওয়ায় বেইজিংয়ের সন্তুষ্টির কথা জানান। তিনি বলেন, “গণভোটের পরও কাতালোনিয়ার ব্যর্থতায় এটাই প্রতীয়মান হয় যে, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক অখণ্ডতাই এখন পূর্ব-পশ্চিমের সব দেশের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। এ কারণেই তাইওয়ানের স্বাধীনতা চেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হবে।”
গত বছর সাই ইং ওয়েন তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দ্বীপটির সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণায় আগ্রহী বলে ধারণা বেইজিংয়ের। আর সাই বলেছেন, তাইওয়ানের গণতন্ত্র ও নিরাপত্তা রক্ষা করেই তিনি চীনের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে চান।
সম্প্রতি তাইপের সঙ্গে নিয়মিত সংলাপ প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে দ্বীপটির আশপাশে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। তাইওয়ানের কূটনৈতিক মিত্রদের ওপর চাপ বাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দ্বীপটির পরিসর সঙ্কুচিত করে আনছে দেশটি। রয়টার্স।
দৈনিক দেশজনতা /আই সি
প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ২:৫১ অপরাহ্ণ