২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫৪

কিশোরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষককে ধানের বীজ প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জিরাতি কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ দিয়েছে এরশাদ উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংগঠন। আজ বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ পৌর মডেল কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে বীজের বস্তা তুলে দেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি এরশাদ উদ্দিন। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ১০ কেজি করে বোরো ধানের বীজ দেওয়া হয়।

করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাবিবুর রহমান, করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর স্বপন মাইজ ভাণ্ডারী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজুর রহমান সরকার পল্টু, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার গোলাপ, প্রভাষক সারোয়ার হোসেন মামুন, কৃষক লীগ নেতা মো. শাহাবুদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, মঞ্জিল মোল্লা, রবিউল আওয়াল প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ২:৫৫ অপরাহ্ণ