২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৭

বিশ্বের এক ভাগ ধনীর হাতে ৫০ ভাগ সম্পত্তি

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের মাত্র এক শতাংশ ধনীর কাছে গচ্ছিত রয়েছে পৃথিবীর মোট সম্পত্তির অর্ধেক। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছে ক্রেডিট লুইস গ্লোবাল ওয়েলথ রিপোর্ট।

২০০৮ সালে বিশ্বজুড়ে আর্থিক মন্দার ফায়দা লুটেছিল এসব ধনীরা। ওই সঙ্কটের মাঝামাঝি সময় থেকে তাদের ঐশ্বর্যের পরিমান ৪২.৫ থেকে বেড়ে এখন ৫০.১ শতাংশে উন্নীত হয়েছে বলে খবরে বেরিয়েছে।

ক্রেডিট লুইস রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সেরা ধনীদের একভাগ লোকের কাছে বর্তমানে রয়েছে মোট ১০৬০০০০০ কোটি পাউন্ড। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯১০৮৫৮০০০০০০০০০০ টাকা। গোটা মার্কিন অর্থনীতির যা প্রায় আট গুণ। এদের মধ্যে শীর্ষ ১০ ভাগ বিশ্বের মোট সম্পত্তির ৮৭.৮ ভাগের মালিক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০৮ সালের পরে বিশ্ব অর্থনীতির নিম্নমুখী খাত বদলে যায় এবং শীর্ষতম এক শতাংশ ব্যক্তির সম্পদের পরিমাণ বাড়তে থাকে। ২০১৩ সালের পর থেকে তা নতুন নতুন শিখর সৃষ্টি করে চলেছে।

এর জেরে বিশ্বজুড়ে কোটিপতির সংখ্যা বহু পরিমাণে বেড়েছে বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে। জানা গেছে, ২০০০ সালের পরে বিশ্বে কোটিপতিদের সংখ্যা ১৭০ ভাগ বেড়েছে।

বর্তমানে এক কোটি পাউন্ড অর্থের মালিক সারা বিশ্বের ৩.৬ কোটি মানুষ। তিন কোটি পাউন্ডের বেশি সম্পদ রয়েছে এমন ব্যক্তিদের সংখ্যা বেড়েছে ছয় গুণ। এর মধ্যে বিশ্বের ধনীদের তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ১১:১৮ পূর্বাহ্ণ