নিজস্ব প্রতিবেদক:
ব্যাংকের গ্রাহকদের টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে ময়মনসিংহ সোনালী ব্যাংকের এজিএম সাইফ উদ্দিন সবুজকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার মতিঝিল থানা পুলিশের সহযোগীতায় দুদক কর্মকর্তারা মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
দুদক সূত্র জানায়, মো. সাইফ উদ্দিন সবুজ সোনালী ব্যাংক লি. এর ময়মনসিংহ জেলার জিএম অফিসে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে কর্মরত। গত ২৬ সেপ্টেম্বর থেকে গত ১০ অক্টোবর সময়কালে তিনি গ্রাহকদের মোট ৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নগদ গ্রহণ করে তাদের জমার রশিদ প্রদান করেন। কিন্তু উক্ত টাকা গ্রাহকদের হিসাবে জমা না করে নিজ স্বার্থে রেখে টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে গত ১৯ অক্টোবর কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলা নম্বর ৩৭।
মামলাটির তদন্ত কর্মকর্তা হলেন- দুদকের ময়মনসিংহ সজেকা এর সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল। বুধবার মতিঝিল থেকে সাইফ উদ্দিন সবুজকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে তিনি মতিঝিল থানা হাজতে রয়েছেন।
দৈনিক দেশজনতা /এন আর