স্পোর্টস ডেস্ক:
হন্ডুরাসের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বকাপে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। বুধবার ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফের দ্বিতীয় লেগে হন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ক্যাঙ্গারুরা। অস্ট্রেলিয়া ও হন্ডুরাসের মধ্যকার প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। বুধবার এএনজেড স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে অধিনায়ক মিল জেদিনাকের দুর্দান্ত হ্যাটট্রিকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় অজিরা।
গোলশূন্য প্রথমার্ধের পর খেলার ৫৩তম মিনিটে জেদিনাকের ফ্রি-কিক দিক পরিবর্তন করে জালে আশ্রয় নিলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৭২তম মিনিটে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত করেন জেনিদাক। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন এই অ্যাস্টন ভিলা তারকা। সিডনির মাঠে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জেদিনাক। একইসঙ্গে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তোলেন এই অ্যাস্টন ভিলা তারকা। যোগ করা সময়ে আলবার্থ এলিস গোল করলে সেটি শুধু পরাজয়ের ব্যবধানই কমায়।
দৈনিকদেশজনতা/ আই সি