১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪০

টাঙ্গাইলে ২৪০০ পিস ইয়াবাসহ আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে ২৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। উপজেলার বোয়ালী এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন- সখীপুর দক্ষিণ পাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ফারুক হোসেন (৪৫) ও বাসাইল উপজেলার নাইকানিবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৪৭)।

এ ঘটনায় বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি (উত্তর) নাজমুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ডিবি পুলিশের একটি দল উপজেলার বোয়ালী এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ২ হাজার চারশ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকাসহ বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করতেন। এ ব্যাপারে বুধবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ৫:২৯ অপরাহ্ণ