স্পোর্টস ডেস্ক:
বিপিএলে বুধবার দিনের প্রথম খেলায় মুখোমুখী হওয়ার কথা ছিল খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সের। কিন্তু শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাতিল হয়েছে। ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে দুপুর দেড়টায় নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু হতে পারেনি। শেষ পর্যন্ত বেলা সাড়ে ৩টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে টস হয়নি। মাঠে বল গড়ানোর উপায়ও ছিল না।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে দল দুটি। ফলে ৬ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৭ পয়েন্ট হবে সিলেটের। আর ৫ ম্যাচে সমান দুটি করে জয় ও হারে ৫ পয়েন্ট হবে খুলনার। অথচ এই ম্যাচটি হতে পারত খুলনার জয় তুলে নেয়ার সুযোগ। মঙ্গলবারই তারা ৪ উইকেটে হেরেছে ঢাকা ডায়নামাইটসের কাছে। তবে এর আগে সিলেটের মুখোমুখি হয়েছিল দলটি। দুদলের প্রথম সাক্ষাতে জয়ী হয়েছিল খুলনাই। ৬ উইকেটের জয় ছিল সেটা। টানা তিন ম্যাচ জেতা সিলেটের সেটাই ছিল প্রথম হার।
খুলনার কাছে হারার পর সিলেট যেন জিততেই ভুলে গেছে। ঢাকা পর্বে নিজেদের টানা দুই ম্যাচেই হেরেছে তারা। তাই আজকের ম্যাচটি ছিল তাদের জন্য সিলেট পর্বের প্রতিশোধ নিয়ে জয়ের ধারায় ফেরার ম্যাচ। বৃষ্টির কারণে শেষপর্যন্ত পরিত্যক্তই হল বিপিএলে বুধবারের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস।
দৈনিকদেশজনতা/ আই সি