১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩০

দেড় হাজার টাকায় বিমান ভ্রমণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক:

মাত্র দেড় হাজার টাকা ভাড়ায় ঢাকা-রাজশাহী ও ঢাকা-চট্টগ্রাম রুটে একদিনের জন্য একমুখী ভ্রমণের সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই অফারে ১৭ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৯১ ফ্লাইটে ঢাকা-রাজশাহী দেড় হাজার টাকা এবং ২৯ ডিসেম্বর বিজি-৪১৫ ফ্লাইটে ঢাকা-চট্টগ্রাম দেড় হাজার টাকায় যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার জানান, এই অফারে যাত্রীরা শুধু যাওয়ার ক্ষেত্রে এ সুবিধা পাবেন এবং এতে সব ধরনে ট্যাক্স ও সারচার্জসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে। বিমানের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিকাশ এবং বিমান ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে।

বিমান ওয়েবসাইট- www.biman-airlines.com অথবা ০২-৯৫৫৩২২০ ফোন নম্বরে যোগাযোগ করলে এই অফার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ