১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বুধবার সকালে এই তথ্য জানান।

ব্যারিস্টার নওফেল বলেন, ‘বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো। অবস্থার আরেকটু উন্নতির জন্য আমরা অপেক্ষা করছি। দুই-একদিনের মধ্যে সেটা হলে অপারেশনের জন্য বাবাকে সিঙ্গাপুর নিয়ে যাবো।’

গত শনিবার রাতে হঠাৎ অসুস্থ হলে মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়। হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর বা ভারতের চেন্নাই নেয়ার পরামর্শ দেন।

রবিবার বিকালে হেলিকপ্টারে করে মহিউদ্দিনকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কিডনি ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থা একটু একটু করে উন্নতি হতে থাকে বলে জানান তার ছেলে নওফেল।

মহিউদ্দিন পুত্র জানান, ‘অপারেশনের জন্য বাবাকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। এজন্য আমাদের প্রস্তুতি রয়েছে। বাবার শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে দুই-একদিন পর সিঙ্গাপুরে নিয়ে যাবো।’

এর আগে ম্যাক্স হাসপাতালের চিকিৎসক জহির উদ্দিন চৌধুরী জানান, মহিউদ্দিন চৌধুরীর দুটি কিডনিতেই সমস্যা। পা দুটো দুর্বল। শরীর উপরের দিকে ভারি এবং নিচের দিকে হালকা হয়ে গেছে। দীর্ঘদিন ধরে হার্টের বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। অনেকবার তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তবুও অনেকটা মনের জোরেই চলছিলেন ৭৪ বছর বয়সী এ নেতা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ