১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জ শহরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। বুধবার ভোর রাত ৪ টার দিকে শহরের গঙ্গধরপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হামিদুর রহমান ও সাবিনা ইয়াসমিন নামে ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ হামিদুর রহমান ঢাকার মিরপুর আল রাহিয়ান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি স্ত্রীসহ গঙ্গাধরপট্টির ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

স্থানীয়রা জানান, ভোরে রান্না করার সময় হঠাৎ ওই বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সাবিনা ইয়াসমিন ও হামিদুর রহমান দম্পত্তি দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান জানান, আগুনে সাবিনা ইয়াসমিনের শরীরের ৭০ ভাগ এবং হামিদুর রহমানের প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ৯:৪৯ পূর্বাহ্ণ