১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

বঙ্গোপসাগরে লঘুচাপ, হ্রাস পাবে দিনের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১ থেকে ২ ডিগ্রি) হ্রাস পেতে পারে।

গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই। আজ (বুধবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ৯:৪৫ পূর্বাহ্ণ