আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার আলেপ্পো প্রদেশের আল আতারিব শহরে বিমান থেকে গোলা বর্ষণে অন্তত ৪৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শহরের ব্যস্ত একটি বাজারে গতকাল সোমবার এই বিমান হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, ধ্বংস্তূপের নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানায়।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরের যে স্থানে বিমান হামলা চালানো হয়েছে তা আইএস অধ্যূষিত বলে বদনাম রয়েছে। তবে বিমান হামলার পেছনে কারা রয়েছে তা পরিস্কার নয়। সংস্থার মতে, এই বিমান হামলা রাশিয়া অথবা খোদ সিরিয়া সরকার করে থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে বিমান হামলার পর স্থানটিকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। তবে বিমান হামলাটি এমন এক সময়ে হল, যখন সেখানে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া, তুরস্ক এবং ইরান। কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় সব পক্ষ স্থানটিতে কোনো ধরনের বিমান হামলা চালানো হবে না বলে অঙ্গীকার করে।
সিরিয়ার যে অঞ্চলগুলোতে সামরিক অভিযানসহ বিমান হামলা বন্ধে দেশ তিনটি সম্মত হয়েছে সেগুলো হল, ইদলিব, হোমস, লাটাকিয়া, আলেপ্পো এবং হামা। স্থানটিতে অন্তত ২৫ লাখ মানুষ বাস করে বলে ধারণা। সাধারণ মানুষের প্রাণ রক্ষার্থে এমন চুক্তি হলেও জঙ্গি গোষ্ঠী আইএস এবং তাহরির আল শাম’এর ক্ষেত্রে তা কার্যকর হবে না। হায়াৎ তাহরির আল শাম মূলত সিরিয়ার ইদলিবের দখল নিয়ে রয়েছে। জানুয়ারিতে সরকার বিরোধীদের সঙ্গে জোট বাঁধার পাশাপাশি তারা আল কায়েদার সঙ্গেও যোগাযোগ রক্ষা করছে।
দৈনিকদেশজনতা/ আই সি