১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০১

এবার আবাহনী মাঠে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে আয়োজিত হতে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। আগামী ২৬ ডিসেম্বর থেকে ধানমন্ডির আবাহনী মাঠে পাঁচদিনের এই আয়োজন শুরু হবে। অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত উৎসবটি চলবে। এ বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে উপমহাদেশের যেসব শিল্পীর আসার কথা ছিল, তাদের ‘৮০ শতাংশ’ আসছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু বলেন, আমরা আয়োজনের জন্য মিরপুরের ইনডোর স্টেডিয়ামটি বরাদ্দ চেয়েছিলাম। আমাদের আবেদনে অর্থমন্ত্রী রাজিও ছিলেন। কিন্তু এর ফলে স্টেডিয়ামের টার্ফ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় আমরা ধানমন্ডির আবাহনী মাঠের কথা ভাবি। এ বিষয়ে আমাদের অনুমতি নেওয়া হয়ে গেছে।

বেঙ্গল ফাউন্ডেশন আগামী সাত দিনের মধ্যে একটি সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে বলে তিনি জানান।

এর আগে এ বছরই ২৩ নভেম্বর থেকে বনানীর আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গসংগীত উৎসবের ষষ্ঠ এ আসর আয়োজনের কথা ছিল। কিন্তু সেনা ক্রীড়া সংস্থার অনুমতি না মেলায় স্থান নিয়ে জটিলতা দেখা দেয়। এরপর আয়োজনটি এ বছর করা হবে না বলে সংবাদ সম্মেলনে করে জানান আবুল খায়ের লিটু।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৫:৪০ অপরাহ্ণ