১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ১২০ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি:

বরিশালে নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে আটক যাত্রীবাহী বাস থেকে ১২০ মণ জাটকা জব্দ করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। জব্দকৃত জাটকা আাজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার আউয়াল হোসেন খান জানান, পটুয়াখালীর গলাচিপা থেকে বেপারি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ছাদে এবং বাংকারে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ঢাকায় নেয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে পটুয়াখালীতে চেকপোস্ট স্থাপন করা হয়।

পটুয়াখালীর চেকপোস্ট ফাঁকি দিয়ে বাসটি ঢাকার উদ্দেশ যেতে থাকলে নগরীর রূপাতলী দপদপিয়া সেতুর টোলপ্লাজায় র‌্যাবের আরেকটি চেকপোস্টে বাসটিকে থামার সঙ্কেত দেয় হয়। কিন্তু বাসটি সঙ্কেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবের ধাওয়ার মুখে যাত্রী ও জাটকা বোঝাই বাসটি রূপাতলী হাউজিং এলাকায় ফেলে চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। ওই রাতেই বাসের যাত্রীদের অন্যান্য বাসে তুলে দেয়া হয়। বাসটি র‌্যাব ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ১২০ মণ জাটকা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জাটকাগুলো প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিং ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৫:০৬ অপরাহ্ণ