নাটোর প্রতিনিধি:
নাটোরের দিঘাপতিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক জেএসসি পরীক্ষার্থীসহ দুই ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও বাকশোর ইসলাবাড়ী দাখিল মাদ্রাসার ছাত্র জহুরুল ইসলাম (১৮) ও একই এলাকার ঈদ্রিস আলীর ছেলে ও দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্র নুর মোহম্মদ মিম (১৪)।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম ও নাটোর ফায়ার সার্ভিসের সদস্য হারুন অর রশীদ জানান, দুপুর দুইটার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুর মোহম্মদ মিমসহ তিনজন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় নাটোর-বগুড়াগামী দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর মোহম্মদ মিম ও জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজন সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের বেলাল হোসেনের ছেলে মাসুদকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।
দৈনিকদেশজনতা/ আই সি