১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

১৫৭ রানের লক্ষ্যে চরম ব্যাটিং বিপর্যয় ঢাকার

স্পোর্টস ডেস্ক:

ঢাকা ডায়নামাইটস দলটির ব্যাটিং গভীরতা অনেক। ইভিন লুইস, শহীদ আফ্রিদি, ক্যামেরন ডেলপোর্টদের নিয়ে দলটির টপ অর্ডার। সঙ্গে ইদানিং টি-টুয়েন্টির ব্যাটসম্যান হয়ে যাওয়া সুনিল নারিন। কিন্তু এই ব্যাটসম্যানদের নিয়েও খুলনার দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে চরম বিপর্যয়ে পড়েছে ঢাকা ডায়নামাইটস। মাত্র ২৪ রান তুলতে তারা হারিয়েছে ৪ উইকেটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ঢাকার স্কোর ৪ উইকেটে ৩৪ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। আগে ব্যাট করে খুলনা ৫ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। শুরুতে বিপর্যয় দিয়ে শুরু হলেও কার্লোস ব্র্যাথওয়েটের ঝড়ে লড়াইয়ের পুঁজি পায় দলটি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ