১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৯

বিপিএলে দুপুরে ঢাকার মুখোমুখি খুলনা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে একদিনের বিরতি পড়েছিল। সোমবারের সেই বিরতির পর মঙ্গলবার থেকে ফের চার-ছক্কার রোমাঞ্চ শুরু হওয়ার পালা। এদিন দিনের প্রথম ম্যাচেই মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে বেলা ১টায়। সন্ধ্যা ৬টার ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটসের শুরুটা ছিল বড় ধরনের হোঁচট দিয়ে। নবাগত সিলেট সিক্সার্সের কাছে ৯ উইকেটে হেরে গিয়েছিল শিরোপা প্রত্যাশি দলটি। তবে ফিরে এসেছে তারা দুর্দান্ত প্রতাপে। পরের দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের শুরুটা আবার ঢাকার বিপক্ষে হার দিয়েই। পরের দুটিতে ঢাকার মতোই ফেরার গল্প তাদের। ৩টি করে ম্যাচ খেলে ২টিতে জয় নিয়ে তাই এক মেরুতে দাঁড়িয়ে দুই দল। যে কোন একদল অবশ্য এদিন এগিয়ে যাবে একে অপরের থেকে।

দুই দলের প্রথম দেখায় খুলনার বিপক্ষে আগে ব্যাট করে ২০২ রান সংগ্রহ করে ঢাকা। ম্যাচটা জিতে নেয় ৬৫ রানে। যে সিলেটের বিপক্ষে হেরে হোঁচট খাওয়া সেই সিলেটের বিপক্ষে ফের মুখোমুখি হয়ে তো আরো দাপুটে জয়। ১০২ রানের লক্ষ্য দিয়েছিল সিলেট। শহীদ আফ্রিদির ঝড়ে ঢাকা তা পেরিয়ে যায় মাত্র ৭.৫ বলে। অন্যদিকে ঢাকার বিপক্ষে হারের পর সিলেট সিক্সার্স এবং চিটাগং ভাইকিংসের বিপক্ষে খুলনার জয়টাও ছিল সহজই।

এই সমীকরণগুলো সামনে রাখলে দুই দলের ম্যাচটি দারুণ এক ম্যাচের বার্তাই দেবে। তবে বিপিএলে এবার রুদ্ধশ্বাস ম্যাচ কমই দেখেছে দর্শকরা। ঢাকা-খুলনা ম্যাচে কি সেই আক্ষেপ ঘুঁচবে? ঢাকার দর্শকরা অবশ্য চাইবেন খুলনাকে উড়িয়ে দিক সাকিব আল হাসানরা। খুলনার দর্শকদের চাওয়াও নিশ্চয়ই একই।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ১০:৪৬ পূর্বাহ্ণ