১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৭

প্রোজেক্ট ম্যানেজারকে পেটালো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন রবীন্দ্র-নজরুল কলা ভবনের প্রজেক্ট ম্যানেজার আব্দুর রহমানকে বেধড়ক পিটিয়েছে বহিরাগত সন্ত্রাসী বিপ্লব ওরফে বিপুলসহ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের ৭/৮জন কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন রবীন্দ্র-নজরুল কলা ভবন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার আব্দুর রহিমের কাছে চাঁদা দাবি করে হুমকি দেয় বহিরাগত সন্ত্রাসী বিপ্লব ওরফে বিপুলসহ ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের ৭/৮জন নেতাকর্মী। মঙ্গলবার সন্ধ্যায় প্রজেক্ট ম্যানেজারের কাছে বহিরাগত ক্যাডার বিপুলসহ শাখা ছাত্রলীগ কর্মী শাহরিয়ার আজম, গালিব, সোহাগসহ ৭/৮জন এসে চাঁদা দাবি করে। এসময় প্রোজেক্ট ম্যানেজার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারপিট শুরু করে। তাদের উপর্যপুরি আঘাতে আব্দুর রহমান মাটিতে লুটিয়ে পড়ে। এসময় পাশের কর্মরত শ্রমিকরা এগিয়ে আসলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরে তাকে আহত তাকে অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যায় তারা।এবিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘যারা প্রজেক্ট ম্যানেজারকে পিটিয়েছে তারা ক্যাম্পাসের বহিরাগত। তাদের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই।’ইবি থানার ওসি রতন শেখ বলেন, ‘যারা মারধর করেছে তাদের আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।’
দেশ জনতা/এন এইচ
প্রকাশ :মে ১৭, ২০১৭ ৩:১২ অপরাহ্ণ