১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ইউপি চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়েরকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে পরিষদের নিজকক্ষ থেকে তাকে আটক করা হয়। এ সময় আটক করা হয় আরও এক গ্রাম পুলিশকে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় চেয়ারম্যান আবুল খায়েরের টেবিলের ড্রয়ারে থাকা ৪৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় আটক করা হয় জামাদারপাড়ার গ্রাম পুলিশ হাবিবুর রহামানকে।

মাহবুব আলম খান আরও জানান, গাঁজার বিষয়ে চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

 

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৯:৪১ পূর্বাহ্ণ